নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পৃথক দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আধিপত্য বিস্তার ও মোবাইল চুরিকে কেন্দ্র করে সংঘটিত এসব ঘটনায় একজন কিশোর ও একজন যুবক নিহত হয়েছেন।
প্রথম ঘটনাটি ঘটে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের নতুন ব্রিজ এলাকায়। স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্বৃত্তরা আরমান হোসেন বিজয় (১৮) নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করে। নিহত বিজয় হাজীপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের শাহীন চৌধুরীর ছেলে।
অন্যদিকে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে মোবাইল নিয়ে সালিশি বৈঠকের পর মারধরের শিকার হন আব্দুর রহমান ওরফে শুক্কুর (৩৫)। গুরুতর অবস্থায় তাকে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেলে নেওয়া হলে শুক্রবার সন্ধ্যায় তিনি মারা যান। শুক্কুর মৃত আব্দুল মান্নানের ছেলে।
উভয় মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, দুইটি হত্যাকাণ্ডেই তদন্ত চলছে। এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি, তবে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.