পিরোজপুর প্রতিনিধি
বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পিরোজপুরের নাজিরপুরে তৃণমূল পর্যায়ে মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সারাদিনব্যাপী এ কর্মসূচিতে অংশ নেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক আলাউদ্দীন খান।
তিনি উপজেলার শ্রীরামকাঠিসহ একাধিক বাজারে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সাধারণ মানুষের মাঝে বিএনপির ৩১ দফা কর্মসূচি সম্পর্কে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করেন।
গণমাধ্যমকে আলাউদ্দীন খান বলেন,"আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে শহর থেকে গ্রাম—সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করছি। যদি বিএনপি আমাকে 'ধানের শীষ' প্রতীক নিয়ে পিরোজপুর-১ আসনে মনোনয়ন দেয়, তবে জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করে এ এলাকাকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলব।"
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম তৌহিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাদিম শেখ, যুগ্ম আহ্বায়ক নেছার শেখ, কলাখালি ইউনিয়ন বিএনপির সভাপতি রনি চান সরদারসহ পৌর, উপজেলা ও জেলা স্বেচ্ছাসেবক দল এবং উপজেলা বিএনপির বহু নেতাকর্মী।
জনসম্পৃক্ততা বাড়াতে ও দলীয় অবস্থান সুদৃঢ় করতে তৃণমূল পর্যায়ে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.