কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের পূর্ব কৃষ্টপুর (হরিপুর) গ্রামের হাসানের ছেলে আবদুল্লাহ (৮) নামে এক শিশুর হার্টে জন্মগত ছিদ্র রয়েছে। অর্থনৈতিক সমস্যার কারণে শিশুটির প্রয়োজনীয় চিকিৎসা এখনো শুরু করা সম্ভব হয়নি। বিশেষজ্ঞরা দ্রুত সার্জারির প্রয়োজনীয়তা জানিয়েছে, তবে চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৪ থেকে ৬ লাখ টাকা, যা পরিবার জোগাড় করতে পারছে না।
আব্দুল্লাহর বাবা হাসান বলেন,"ছেলেটার জন্মের পর থেকেই হার্টে দুটি ছিদ্র ধরা পড়েছে। আমরা অনেক চিকিৎসা করিয়েছি, কিন্তু এখন তার অবস্থা খুবই শোচনীয়। চিকিৎসার জন্য অর্থের অভাবে আটকে আছে সব। আমি দেশবাসীর কাছে আকুল আবেদন, দয়া করে শিশুটির পাশে দাঁড়ান, যেন সে সুন্দর জীবনে ফিরে যেতে পারে।"
হাসান আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য এবং সিরাজগঞ্জ পশ্চিমা অঞ্চল গ্যাস কোম্পানীতে কর্মরত। তিনি বলেন, মাসিক বেতন দিয়ে স্ত্রী, সন্তান, মা-বাবা নিয়ে সংসার চালানো কষ্টকর হয়ে পড়েছে। শিশুটির চিকিৎসার খরচ তাদের জন্য প্রায় অসম্ভব।
শিশুটির স্বজনরা জানান, আবদুল্লাহ রাতে ঘুমাতে পারে না, বুক ধড়ফড় করে, নিঃশ্বাস কষ্ট হয় এবং দুর্বলতা ও অপুষ্টির কারণে স্বাভাবিক খাবারও খেতে পারে না। অন্য শিশুদের মতো খেলাধুলাও করতে পারে না।
আব্দুল্লাহর চিকিৎসার জন্য প্রথমে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা. ফয়সাল ফারুখ এবং পরে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের ডা. সন্তোষ কুমার সাহা নিশ্চিত করেছেন হার্টে দুটি ছিদ্র রয়েছে। তারা দ্রুত অপারেশন করার প্রয়োজনীয়তা জানিয়েছেন।
কয়েকজন এলাকাবাসী মোয়াজ্জেম ও ছাইদুর জানান,"আব্দুল্লাহর পরিবার অর্থনৈতিকভাবে খুব দুরবস্থায় আছে। এত বিশাল খরচ তাদের পক্ষে বহন করা সম্ভব নয়। তাই আমরা দেশবাসীর কাছে সাহায্যের আবেদন জানাচ্ছি।"
সহায়তা পাঠাতে চাইলে নিচের ব্যাংক একাউন্ট বা বিকাশ নম্বরে যোগাযোগ করতে পারবেন:
কালাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা আজমা বেগম জানান, বিষয়টি তিনি জানেন এবং শিশুটির পরিবারের কাছে সরকারি অনুদানের জন্য অনলাইনে আবেদন করার পরামর্শ দিয়েছেন।
দেশের দয়ালু মানুষদের সহযোগিতায় আশাকরি শিশু আবদুল্লাহ নতুন জীবনের স্বাদ পাবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.