গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার সকালে সদর উপজেলার তেঁতুলিয়া টোল প্লাজার সামনে ও গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের ঘোনাপাড়া এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান, সকালে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের তেঁতুলিয়া টোল প্লাজা এলাকায় রাস্তা পার হচ্ছিলেন স্থানীয় মনি মোহন বিশ্বাস (৭০)। এসময় রাজিব পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, একই দিনে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের ঘোনাপাড়া এলাকায় ইটবোঝাই ট্রলি উল্টে খায়রুল মোল্লা (২৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়। তিনি চর গোবরা ইটভাটার শ্রমিক ছিলেন। সকালে ট্রলিতে ইট বোঝাই করে চর বাসুরিয়ার দিকে যাচ্ছিলেন তিনি। পথে চালক ট্রলির নিয়ন্ত্রণ হারালে যানটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে খায়রুল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ দুটি মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে বলে জানিয়েছে।