ফেনী প্রতিনিধি
ফেনীর ঐতিহ্যবাহী শতবর্ষী সোনাগাজী ইসলামিয়া কামিল মাদ্রাসার অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতি পদে মাওলানা আবুল কাশেম এবং সাধারণ সম্পাদক (সেক্রেটারি) পদে মোহাম্মদ আলী ফরহাদ নির্বাচিত হয়েছেন।
শনিবার (৪ অক্টোবর) সকালে মাদ্রাসা মিলনায়তনে সাবেক ছাত্রদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ হোসাইন।
সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শিক্ষক নেতা মাস্টার বেলায়েত হোসেন ও মাস্টার আলমগীর কবির। নির্বাচনে মোট ৮২ জন ভোটার অংশ নেন। এর মধ্যে মাওলানা আবুল কাশেম ৭৬ ভোট পেয়ে সভাপতি এবং মোহাম্মদ আলী ফরহাদ ৫৩ ভোট পেয়ে সেক্রেটারি নির্বাচিত হন।
নির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
সহসভাপতি: মাওলানা নজরুল ইসলাম, মাহমুদুল হাসান, মাকসুদুর রহমান রাসেল হামিদী ও ইকবাল হোসেন।
যুগ্ম সাধারণ সম্পাদক: আবুল হাশেম, শাহিনুর হোসাইন ও এনামুল হক।
সাংগঠনিক সম্পাদক: ওয়াসিউর রহমান খসরু ও ওমর ফারুক।
অর্থ সম্পাদক: শাখাওয়াত উল্যাহ, সহ-অর্থ সম্পাদক: নাইমুল ইসলাম।
দপ্তর সম্পাদক: কেফায়েত উল্যাহ জনি, সহ-দপ্তর সম্পাদক: সিরাজুল ইসলাম।
প্রচার ও প্রকাশনা সম্পাদক: সুলতান নুর তারেক।
আইন সম্পাদক: আব্দুর রহিম মামুন, সহ-আইন সম্পাদক: ব্যারিস্টার তরিকুল ইসলাম।
আইটি ও মিডিয়া সম্পাদক: সাইফুল আলম হিরন, সহ-আইটি সম্পাদক: আমজাদ হোসাইন ও আলমগীর হোসেন।
শিক্ষা সম্পাদক: মসিউর রহমান।
যুব উন্নয়ন ও কর্মসংস্থান সম্পাদক: নাছির উদ্দীন, সহ-কর্মসংস্থান সম্পাদক: আবদুল্লাহ জাহেদ।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর মাদ্রাসা ক্যাম্পাসে সাবেক শিক্ষার্থীদের মধ্যে আনন্দের উচ্ছ্বাস দেখা যায়। নবনির্বাচিত সভাপতি ও সম্পাদক জানান, প্রাক্তন শিক্ষার্থীদের ঐক্য ও সহযোগিতার মাধ্যমে মাদ্রাসার উন্নয়নমূলক কর্মকাণ্ডে তারা একসঙ্গে কাজ করবেন।