Nabadhara
ঢাকাশনিবার , ৪ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি
অক্টোবর ৪, ২০২৫ ৫:১৭ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে শনিবার দিনব্যাপী কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শহরের শিশু একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সভাপতি ও ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি কামরুজ্জামান।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আল্লামা হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নাজমুল হাসান কাসেমী, মহাসচিব মনজুরুল ইসলাম আফেন্দী, সাংগঠনিক সম্পাদক লোকমান মাজহারি, অর্থ সম্পাদক মোহাম্মদ জাকির হুসাইন কাসেমী ও সদস্য জুবায়ের হোসেন।

 

এছাড়া আরও বক্তব্য দেন কোতোয়ালি থানা সাধারণ সম্পাদক মাওলানা কবির হোসেন, ফরিদপুর মহানগর সভাপতি মাওলানা মনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ইসমাইল হোসাইন, বোয়ালমারী উপজেলা সভাপতি মুফতি আমির হুসাইন, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসাইন, নগরকান্দা উপজেলা সভাপতি মুক্তি মামুন আব্দুল্লাহ কাসেমী, আলফাডাঙ্গা থানা সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুল্লাহ, মধুখালী থানা সাধারণ সম্পাদক মুফতি শাহেদ আলী, সালথা উপজেলা সভাপতি মুফতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ ও ভাঙ্গার প্রতিনিধি আশরাফ আলী মাহমুদী।

 

বক্তারা বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ একটি ১০৬ বছরের পুরাতন ও ঐতিহ্যবাহী সংগঠন, যা সবসময় সত্য ও ন্যায়ের পথে কাজ করে যাচ্ছে। ইসলামের আদর্শে পরিচালিত এই সংগঠন অতীতের মতো ভবিষ্যতেও জনগণের অধিকার ও শান্তির জন্য কাজ করে যাবে।

 

তারা আরো বলেন, “ইসলাম শান্তির ধর্ম, এখানে দ্বিচারিতার কোনো স্থান নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামকে উপেক্ষা করে কেউ ক্ষমতায় যেতে পারবে না।”

 

সম্মেলনের শেষ পর্বে ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি জাকির হোসেন কাসেমী, ফরিদপুর-২ আসনের প্রার্থী মুফতি মামুন আব্দুল কাসেমী এবং ফরিদপুর-৩ আসনের প্রার্থী মুফতি কামরুজ্জামানকে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।

 

অনুষ্ঠান শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সহসভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম কাসেমী এবং সার্বিক সহযোগিতা করেন জেলা সাধারণ সম্পাদক মাওলানা ইসমাইল হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।