সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরাঞ্চলের কায়িম মোড় থেকে নাটুয়ারপাড়া নৌকা ঘাট পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার মূল সড়ক নতুন রূপ পেয়েছে। যমুনা জনকল্যাণ পরিষদের উদ্যোগে শুক্রবার ও শনিবার দুইদিন ধরে একদল তরুণ স্বেচ্ছাশ্রমে সড়কের দুই পাশে জমে থাকা অকেজো গাছ, ঝোপঝাড় ও আগাছা পরিষ্কার করেছেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ঝোপঝাড়ের কারণে পথচারী ও যান চলাচলে চরম সমস্যা ছিল। তবে এবার সড়ক পরিষ্কার হওয়ায় চলাচল অনেকটাই সহজ হয়েছে।
যমুনা জনকল্যাণ পরিষদের ইঞ্জিনিয়ার সুমন মিয়া বলেন, “চরাঞ্চলের উন্নয়ন ও জনকল্যাণে আমরা সবসময় কাজ করতে চাই। এই সড়ক পরিষ্কার অভিযানের মাধ্যমে শুধু পথচারীদের কষ্ট লাঘব নয়, তরুণ সমাজকে সমাজসেবায় সম্পৃক্ত করার লক্ষ্যও আমাদের রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যেতে চাই।”
স্থানীয় অটোগাড়ি চালক টুকু মন্ডল বলেন, “ঝোপঝাড় ও আগাছার কারণে আগে সড়ক দিয়ে চলাচল করতে অনেক সমস্যা হতো। কোথায় গর্ত আছে বোঝা যেত না, গাড়ি ঘষা লাগত এবং দুর্ঘটনা ঘটত। এখন রাস্তার দুই পাশ পরিষ্কার হওয়ায় স্বাচ্ছন্দ্যে গাড়ি চালানো যাচ্ছে। আমরা এ উদ্যোগে খুবই খুশি।”
সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের বলেন, “ছেলেদের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। এতে চালকদের সুবিধা অনেকটাই বেড়েছে।”
দুইদিনের স্বেচ্ছাশ্রমে সড়কটি ঝোপঝাড়মুক্ত করার ফলে শুধু যান চলাচলই সহজ হয়নি, বরং চরাঞ্চলের সমাজসেবায় তরুণদের উৎসাহ ও দায়িত্ববোধও প্রতিফলিত হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.