ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষাণচর ইউনিয়নের মুন্সি গ্রামে চাঞ্চল্যকর এক পূর্বপরিকল্পিত হত্যাচেষ্টা সংঘটিত হয়েছে। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ঠান্ডু বেপারী (৩৫) নামে এক ব্যবসায়ীকে হত্যা করার চেষ্টা চালানো হয়। ঘটনায় জড়িতদের মধ্যে তার স্ত্রী লাবনী আক্তার (২৮), শাশুড়ি শহিদা বেগম ও দাদিশাশুড়ি জানকী বেগম রয়েছেন। হত্যার মূল উদ্দেশ্য ছিল ঠান্ডু বেপারীর দেওয়া ১১ লাখ টাকা আত্মসাৎ করা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে ঠান্ডু বেপারীকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ানো হয়। ঘুমের মধ্যে তার স্ত্রী ও শাশুড়িবৃন্দ কাস্তে দিয়ে তার হত্যা করার চেষ্টা করেন। ঘটনার আগে পাশের ঘরের বারান্দায় একটি কবরও প্রস্তুত করা হয়। মুখে দাড়ি থাকার কারণে গলা পুরোপুরি কাটা সম্ভব হয়নি। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায় জানান, এটি একটি সাজানো হত্যাচেষ্টা, যা সম্পূর্ণ টাকা আত্মসাতের উদ্দেশ্যে পরিকল্পিত। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন হলেও এখনও কেউ গ্রেফতার হয়নি।
এ ঘটনায় এলাকার মানুষদের মধ্যে চরম উত্তেজনা ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।