মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মান্দা উপজেলায় গৃহবধূ পাখি বেগম হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামি তাইজুল ইসলাম (২৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ। র্যাবের সহায়তায় শুক্রবার রাতের অভিযান চালিয়ে রাজশাহী এলাকায় তাকে আটক করা হয়।
গ্রেপ্তার তাইজুল ইসলাম মান্দা উপজেলার পরানপুর মৎস্যজীবী পাড়ার বাসিন্দা ও জিয়ারুল ইসলামের ছেলে। শনিবার (৪ অক্টোবর) তাকে নওগাঁ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা মান্দা থানার উপ-পরিদর্শক ফজলুর রহমান জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের অংশ হিসেবে গ্রেপ্তারকৃত আসামির সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। তবে আদালত এখনও রিমান্ড শুনানির দিন নির্ধারণ করেনি।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু রায়হান বলেন, “পাখি বেগম হত্যা মামলার প্রধান আসামি তাইজুলকে র্যাবের সহায়তায় গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। মামলার অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.