Nabadhara
ঢাকাশনিবার , ৪ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে সাহিত্য আলোচনা ও নতুন কমিটির পরিচিতি

স্টাফ রিপোর্টার নড়াইল
অক্টোবর ৪, ২০২৫ ৬:০৩ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার নড়াইল

নড়াইলে সাহিত্য আলোচনা ও নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ‘সাহিত্যের সন্ধানে’ নড়াইল জেলা কমিটির আয়োজনে শনিবার (৪অক্টোবর) বিকালে লোহাগড়া উপজেলার ডক্টর ওয়াহিদ পাঠাগার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

কবি আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-সাহিত্যের সন্ধানে’র প্রতিষ্ঠাতা কবি আসাদ সরকার। কবি টিপু সুলতানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,লোহাগড়া লেখক পরিষদের সম্পাদক কবি প্রবক্তা সাধু,সাহিত্য প্রত্যাশার সম্পাদক কবি দুখু হুমায়ুন ও সাহিত্যের সন্ধানের সহ-সভাপতি ফকরুল আলম। বিশেষ আলোচক ছিলেন-কবি ওয়াহিদ মোহাম্মদ ও বিএম মিজানুর রহমান।

এছাড়া আলোচক ছিলেন-কবি কামনা ইসলাম, পারভেজ হাসান, তাজুল ইসলাম, মালেক মোল্যা, ইমরান হোসেন, রিপন ঘাগাইসহ প্রমুখ। এদিকে,সাহিত্যের সন্ধানে ১১ সদস্য বিশিষ্ট নড়াইল জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সভাপতি মনোনীত হয়েছেন-কবি বিএম মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক কবি টিপু সুলতান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।