বগুড়া প্রতিনিধি
“মানবসেবা পরম ধর্ম” — এই আদর্শকে সামনে রেখে বগুড়া ইয়াং মেনস্ খ্রীষ্টিয়ান এসোসিয়েশন (ওয়াইএমসিএ) ও বগুড়া খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের যৌথ আয়োজনে সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর এলাকায় একদিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। শনিবার আয়োজিত এই শিবিরে শতাধিক দরিদ্র ও অসহায় রোগীকে চক্ষু সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করা হয়।
চক্ষু শিবিরে ফ্রি চোখ পরীক্ষা, চিকিৎসাপত্র, চশমা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। এছাড়াও যেসব রোগীর চোখে ছানি ধরা পড়েছে, তাদের জন্য ২৫ জনের একটি অপারেশন তালিকা প্রস্তুত করা হয় এবং পরবর্তী সময়ে স্বল্পমূল্যে অপারেশনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।
চিকিৎসাসেবা নিতে আসা ষাটোর্ধ্ব জয়নাল আবেদীন বলেন, “চোখ দিয়ে পানি আসতো, ব্যথাও করতো। কিন্তু চিকিৎসা করানোর সামর্থ্য ছিল না। এখানে এসে ফ্রি সেবা পেয়েছি, খুব ভালো লাগছে।” একইভাবে, সুমী আক্তার নামের আরেক রোগী জানান, “অনেক দিন ধরেই চোখে ঝাপসা দেখতাম। আজ ফ্রি চিকিৎসা পেয়ে অনেক উপকার হয়েছে। এমন উদ্যোগ গরিবদের জন্য আশীর্বাদস্বরূপ।”
চক্ষু শিবিরে দায়িত্ব পালনকারী প্যারামেডিকস অপথালটিকস মিঃ দীলিপ মারান্ডী বলেন, “রোগীরা চোখে কম দেখা, ছানি, চোখে চাপ, শুষ্কতা ইত্যাদি সমস্যায় ভুগছেন। প্রাথমিক চিকিৎসার পাশাপাশি যাদের প্রয়োজন, তাদের জন্য অপারেশনের ব্যবস্থা করছি।”
শিবিরের প্রধান অতিথি ও বগুড়া ওয়াইএমসিএ-এর নির্বাহী পরিচালক অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী বলেন, “অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব। দেশের বহু মানুষ চোখের সমস্যায় ভুগছেন কিন্তু অর্থাভাবে চিকিৎসা নিতে পারছেন না। ওয়াইএমসিএ এই মহৎ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে একটি মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া ওয়াইএমসিএ'র ইপকপ প্রকল্পের ব্যবস্থাপক জাকির হোসেন, সংস্থার অর্থ সম্পাদক টোনাম সরকার, প্রেস সচিব আজাহার আলী, শিবির সুপারভাইজার নুরুল ইসলামসহ আরও অনেকে।
আয়োজকরা জানান, ভবিষ্যতে বগুড়ার অন্যান্য এলাকাতেও এমন চক্ষু শিবির আয়োজন করা হবে, যাতে করে তৃণমূলের মানুষগুলো সুলভে ও সহজে চক্ষু চিকিৎসা গ্রহণ করতে পারেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.