হুমায়ুন কবির মিরাজ, বেনাপোল
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারে প্রতারণার শিকার হয়ে নিজের একমাত্র জীবিকার মাধ্যম চার্জার ভ্যান হারালেন ৭০ বছর বয়সী বৃদ্ধ ভ্যানচালক ইদ্রিস আলী। এ হৃদয়বিদারক ঘটনায় বাজারে উপস্থিত মানুষ আবেগে কাঁদতে থাকেন, বাজারজুড়ে নেমে আসে শোকের ছায়া।
শনিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে বাগআঁচড়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সামনে ঘটনাটি ঘটে। ভুক্তভোগী ইদ্রিস আলী ঝিকরগাছা উপজেলার কুমড়ি গ্রামের মৃত সাকাতুল্লার ছেলে। বয়সের ভারে নুয়ে পড়া এই বৃদ্ধই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।
ইদ্রিস আলী জানান, প্রতিদিনের মতো ওই দিন সকালে ভ্যান নিয়ে বের হন তিনি। পথে মোটরসাইকেলে আসা তিনজনের মধ্যে দু’জন তার ভ্যানে উঠে বাগআঁচড়া বাজারে আসেন। ব্যাংকের সামনে এসে যাত্রীরা একটি কাগজ ও ২০০ টাকা দিয়ে পাশের দোকান থেকে জিনিসপত্র আনতে বলেন। বৃদ্ধ চালক দোকানে গিয়ে ফিরে এসে দেখেন, তার ভ্যানসহ যাত্রীরা উধাও।
এ ঘটনায় ভ্যান হারিয়ে অসহায় ইদ্রিস আলী কান্নায় ভেঙে পড়েন। তার আহাজারিতে বাজারে ভিড় জমে যায়, অনেকে সেই মুহূর্ত ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ করেন। মুহূর্তেই ঘটনাটি ভাইরাল হয়ে যায় এবং সহানুভূতিশীল বহু মানুষ তার পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শাহাদাত হোসেন বলেন, “ঘটনার পর কেউ আমাদের আনুষ্ঠানিকভাবে অবহিত করেনি। তবে আমরা ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি। খুব শিগগিরই প্রতারকদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”
এই ঘটনায় স্থানীয়ভাবে মানবিক সহায়তার উদ্যোগ শুরু হয়েছে বলে জানা গেছে। অনেকে বৃদ্ধ ইদ্রিস আলীর জন্য নতুন ভ্যান সংগ্রহে সহায়তারও আশ্বাস দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.