মো. আলমগীর মিয়া, ব্রাহ্মণবাড়িয়া
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ আখতার হোসেনের নেতৃত্বে সরাইল উপজেলার চারটি ইউনিয়নের নেতাকর্মীদের অংশগ্রহণে আঞ্চলিক ঐক্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার শান্তিনগর এলাকায় আয়োজিত এ মতবিনিময় সভায় অংশ নেন অরুয়াইল, পাকশিমূল, চুন্টা ও পানিশ্বর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
পানিশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি মোবারক হোসেনের সভাপতিত্বে এবং নেতা মোঃ মোস্তফা মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মোঃ আখতার হোসেন বলেন,
“আমি ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী। দল যদি আমাকে মনোনয়ন দেয়, তবে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। আর যদি অন্য কাউকে দল মনোনয়ন দেয়, তাহলেও আমি ধানের শীষের পক্ষেই কাজ করবো।”
তিনি আরও বলেন, “আপনারা যখনই ডাকবেন, আমি সবসময় আপনাদের পাশে থাকবো। জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য।”
সভায় ইউনিয়ন পর্যায়ের বিএনপি নেতারা আখতার হোসেনের পক্ষে একাত্মতা প্রকাশ করেন এবং আসন্ন নির্বাচনে দলীয় ঐক্য ও তৃণমূলের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.