হুমায়ুন কবির মিরাজ, বেনাপোল
যশোরের বেনাপোল সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৪ অক্টোবর) দিনব্যাপী বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট, শাড়ি, কম্বল ও কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৭ লাখ ৫৩ হাজার ৮০০ টাকা।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে এই বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, “সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার ও অবৈধ পণ্য চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।”
সীমান্তে বিজিবির এমন সাফল্যকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় সচেতন মহল।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.