মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুর উপজেলা বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ্ব মোহাম্মদ মুছা আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে যশোরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের প্রথম নামাজে জানাজা শনিবার জোহরবাদ মনিরামপুর আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। রোববার বেলা ১১টায় উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের নিজ গ্রাম আটঘোরায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মোহাম্মদ মুছার জানাজায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। জানাজায় অংশ নেন বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত, সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সহসম্পাদক ইখতেখার সেলিম অগ্নি, যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, জমিয়ত উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রশিদ বিন ওয়াক্কাস, জেলা জামায়াতে ইসলামের সূরা সদস্য গাজী এনামুল হক, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক খলিলুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী।
দীর্ঘ রাজনৈতিক জীবনে মোহাম্মদ মুছা মনিরামপুর বিএনপির সাথে নিবিড়ভাবে জড়িত ছিলেন। ১৯৭৮ সালে বিএনপি প্রতিষ্ঠার পর থেকে ১৯৯০ সাল পর্যন্ত তিনি মনিরামপুর থানা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এরপর ১৯৯০ থেকে ২০০২ সাল পর্যন্ত সভাপতি পদে দায়িত্ব পালন করেন। ১৯৮৯ সালে মনিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে তিনি চালুয়াহাটি ইউনিয়নের চেয়ারম্যানও নির্বাচিত হন।
বিগত সরকার আমলে রাজনৈতিক হয়রানিমূলক মামলায় একাধিকবার কারাভোগ করেন এই ত্যাগী নেতা। পেশাগত জীবনে তিনি শিক্ষক ছিলেন। কর্মীবান্ধব, সৎ, নিষ্ঠাবান এবং জনবান্ধব রাজনীতির জন্য দল-মত নির্বিশেষে সবার কাছে ছিলেন শ্রদ্ধার পাত্র।
মৃত্যুকালে তিনি যশোর জেলা বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
মোহাম্মদ মুছার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শোক জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামসহ দলীয় ও অঙ্গসংগঠনের নেতারা।
নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.