কাজী নাসির মঈদ, ঘোড়াঘাট (দিনাজপুর)
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সলিমুল্লাহ মুসলিম হল সংসদে সদস্য পদে নির্বাচিত হওয়ায় ঘোড়াঘাটের কৃতি সন্তান বিপ্লব মন্ডলকে সংবর্ধনা প্রদান করেছে শব্দপ্রেমী সাহিত্য সংসদ।
শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ঘোড়াঘাট জ্ঞান বিকাশ পাঠাগারে মাসিক সাহিত্য আসরের অংশ হিসেবে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ কবি ও লেখক ইমদাদুল হক খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন কাওছার শেখ এবং ঘোড়াঘাট থানা প্রেসক্লাবের সভাপতি মোখলেছুর রহমান সওদাগর।
স্বাগত বক্তব্য দেন শব্দপ্রেমী সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি, লেখক ও প্রকৌশলী আব্দুল হাদি।
আসরে রংপুর, গাইবান্ধা, পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে আগত কবি ও লেখকেরা অংশগ্রহণ করেন। আলোচনা শেষে স্বরচিত কবিতা পাঠের আসরে অংশগ্রহণকারী কবিরা তাঁদের কবিতা আবৃত্তি করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে বিপ্লব মন্ডলকে শব্দপ্রেমী সাহিত্য সংসদের পক্ষ থেকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি ও সাংবাদিক ফিরোজ কবীর।
উল্লেখ্য, বিপ্লব মন্ডল সম্প্রতি অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল সংসদে সদস্য পদে নির্বাচিত হয়ে এলাকায় সুনাম অর্জন করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.