দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে প্রগপুর মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই এ্যাসোসিয়েশনের সভায় ত্রি-বার্ষিক কমিটি ঘোষণা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ে নিজ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
পোস্ট ডক্টরাল রিসার্চ ফেলো (আইইএস) (রাজশাহী বিশ্ববিদ্যালয়) প্রফেসর ড. মো. সাজেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. আব্দুল মোমিন। সম্মানিত অতিথি ছিলেন, প্রগপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার প্রফেসর মো. মাহাতাব উদ্দীন সরকার। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. তোফাজ্জেল হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কুষ্টিয়া ইসলামী বিশ^বিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহা. তাইফুর রহমান। এছাড়াও সভায় বিশেষ অতিথি ছিলেন, প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও প্রাগপুর ইউনিয়েন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আজমল হক ও সাবেক ইউপি সদস্য মো. সাহাজুল ইসলাম। অনুষ্ঠানে প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অত্রবিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ ও বৃত্তি প্রদান, শীতে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ সহ নানা সামাজিক উন্নয়নমুলক কর্মকান্ডে প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই এ্যাসোসিয়েশন বিভিন্ন ভাবে সহযোগিতা করে আসছে।
সভায় প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল ওহাব, প্রফেসর ড. মো. সাজেদুল ইসলামকে কার্যনির্বাহী কমিটির সভাপতি এবং কুষ্টিয়া ইসলামী বিশ^বিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহা. তাইফুর রহমানকে মহাসচিব করে ৭৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির নাম ঘোষনা করা হয়। এছাড়াও সভায় প্রফেসর মো. মাহাতাব উদ্দীন সরকারকে প্রধান উপদেষ্টা করে ৩৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি এবং মো. সোহেল রানাকে সভাপতি ও মো: মোস্তাফিজুর রহমানকে সাধারন সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট সহায়ক কমিটির সদস্যদের নাম ঘোষনা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.