রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় গৃহকর্তার অনুপস্থিতির সুযোগে এক বাসায় চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাত চোরেরা ঘরের তালা ভেঙে প্রায় ৬ লাখ টাকার স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও পোশাক লুট করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটে সোনাডাঙ্গা থানার সোলাইমান নগর এলাকার মিনারা মসজিদ রোডে।
ভুক্তভোগী শংকর কুমার বালা (৪৩) থানায় লিখিত অভিযোগে জানান, গত ১ অক্টোবর সন্ধ্যায় তার স্ত্রী বাবার বাড়িতে যান এবং তিনি নিজেও তালাবদ্ধ করে গ্রামের বাড়ি খুলনার তেরখাদা উপজেলার আজগড়া গ্রামে চলে যান। ৪ অক্টোবর দুপুরে ফিরে এসে তিনি দেখতে পান, তার বাসার মূল দরজার হ্যাজবোল্ট ভাঙা এবং তালা নেই। ঘরে প্রবেশ করে দেখতে পান, আসবাবপত্র এলোমেলো ও ওয়ারড্রব এবং আলমারির তালা ভাঙা অবস্থায় রয়েছে।
চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে – ৩০টি শাড়ি (আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা), ৫টি টিশার্ট (মূল্য ১০ হাজার টাকা), নগদ ৪৫ হাজার টাকা এবং ২ ভরি ৮ আনা স্বর্ণালঙ্কার, যার বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা। শংকর কুমার বালার ধারণা, ১ অক্টোবর সন্ধ্যা ৬টার পর থেকে ২ অক্টোবর দুপুর ৩টার মধ্যে চুরির ঘটনাটি ঘটে থাকতে পারে। বিষয়টি বুঝতে পেরে তিনি স্ত্রীর সঙ্গে পরামর্শ করে ৩ অক্টোবর সোনাডাঙ্গা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। চোরদের শনাক্তে সম্ভাব্য সিসিটিভি ফুটেজ ও স্থানীয় সূত্র ব্যবহার করে কাজ শুরু হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.