কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্ব থেকে সৃষ্ট সংঘর্ষ ও মামলা সংক্রান্ত অভিযোগে, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকনসহ তিন নেতার জামিন মঞ্জুর করেছেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম. এ. সাঈদ। রবিবার (৪ অক্টোবর ২০২৫) ফরিদপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অনুষ্ঠিত জামিন শুনানি শেষে বিচারক এই আদেশ দেন।
জামিনপ্রাপ্তরা হলেন—উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন,পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরব আলী,পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম। পুলিশ ও বাদীর পক্ষের তথ্য অনুযায়ী, ৩ অক্টোবর রাতে বিএনপির দুই গ্রুপ—খন্দকার নাসিরুল ইসলাম ও শামসুদ্দিন মিয়া ঝুনু—সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। অভিযোগ আছে খন্দকার নাসির গ্রুপের লোকেরা বোয়ালমারীর সাবেক ছাত্রদল নেতা বনি আমিন ও উপজেলা বিএনপির সাবেক সদস্য এ. কে. এম. উজ্জ্বল হোসেনকে হামলা করে।
আক্রান্ত নেতা বনি আমিন বলেন,এ ঘটনায় উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকনসহ ছয়জনকে উল্লেখসহ, আরও ৩০–৩৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়েছে। ঘটনার পর রবিবার (৪ অক্টোবর) সকাল ১০টার দিকে আলফাডাঙ্গা বাজার এলাকায় মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছিলেন ঝুনু গ্রুপের নেতাকর্মীরা। ঠিক তখনই উপজেলা সদর বাজারের কলেজ রোডের চুয়াল্লিশ মোড় এলাকা থেকে খোশবুর রহমান খোকন (৫০), রমজান মোল্লা (৩৩), আরব আলী (৩৫) ও নজরুল ইসলাম নামে চার নেতাকে আটক করে। আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, মারামারি সংক্রান্ত একটি মামলায় তিনজন এজাহারনামীয় আসামিসহ চারজনকে আটক করা হয়েছে। পরে আদালতের নির্দেশে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আদালতে জামিন শুনানিতে মামলার পক্ষে ও বিপক্ষ উভয় পক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করেন। আদালত সিদ্ধান্ত নেন—তদন্ত চলাকালে হস্তক্ষেপ এবং জামিন প্রার্থীদের পক্ষে প্রতিরোধমূলক প্রভাব বিবেচনায় রেখে খোকন, আরব আলী ও নজরুল ইসলামের জামিন মঞ্জুর, কিন্তু অপর একজনের জামিন আবেদন নামঞ্জুর করেন।
এ বিষয়ে উপজেলা বিএনপির একাধিক নেতা অভিযোগ করে বলেন, এটি একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা। আদালতের রায় প্রমাণ করেছে—সত্যের জয় অবশ্যম্ভাবী। এদিকে এলাকায় রাজনৈতিক উত্তেজনা কিছুটা প্রশমিত হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ওসি শাহজালাল আলম।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.