জুলফিকার বাবলু, মাদারগঞ্জ (জামালপুর)
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জাকের পার্টির উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর ২০২৫) বিকেলে বালিজুড়ী বাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই জনসভা অনুষ্ঠিত হয়। উপজেলা ও পৌর জাকের পার্টিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ আয়োজনে অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন মাদারগঞ্জ পৌর জাকের পার্টির সভাপতি মো. মাসুদুর রহমান মাসুদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা জাকের পার্টির সভাপতি আব্দুল আজিজ খান অটল। তিনি বলেন, “জাকের পার্টি শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের রাজনীতিতে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা জাকের পার্টির সভাপতি মো. শাহজাহান আলী, জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক ও জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের এমপি প্রার্থী ইউসুফ আলী, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা জাকের পার্টির সভাপতি নবীর হোসেন, সাধারণ সম্পাদক লাল মিয়া, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মসরু, পৌর সাধারণ সম্পাদক এশার উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা জাকের পার্টি ছাত্রফ্রন্টের সভাপতি কাউসারুল ইসলাম লালন।
সভা শেষে শহীদ মিনার চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বালিজুড়ী বাজারের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.