রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
রাজনীতি তখনই সজীব হয়, যখন তৃণমূলে কর্মীদের মধ্যে দেখা দেয় জাগরণ। সেই জাগরণেরই এক দৃশ্যপট রচিত হলো রূপসার ঘাটভোগ ইউনিয়নে। শনিবার (৪ অক্টোবর) বিকেলে ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হলো স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা, যেখানে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও ইউনিয়নের শতাধিক নেতাকর্মী একত্রিত হয়ে গড়ে তুলেছিলেন এক উজ্জ্বল মিলনমেলা।
অনুষ্ঠানের শুরু থেকেই মাঠে ছিলো প্রাণের ছোঁয়া। স্লোগানে স্লোগানে মুখর পরিবেশে দলীয় পতাকার স্নিগ্ধ ছায়ায় জমে ওঠে কর্মী সমাবেশ। সভায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তৃণমূলের সংগঠনকে শক্তিশালী করার প্রয়োজনীয়তার পাশাপাশি রাজনৈতিক সচেতনতা এবং আন্দোলনের প্রস্তুতি নিয়ে বক্তব্য রাখেন তিনি।
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আঃ মান্নান মিস্ত্রি বক্তব্যে দলের ভেতরে শৃঙ্খলা, একতা ও সাংগঠনিক দায়িত্ববোধকে অগ্রাধিকার দিয়ে তৃণমূলের কর্মীদের নতুন উদ্যমে কাজ করার আহ্বান জানান। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশারফ শিকদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব আছাদুল ইসলাম বিপ্লবের সুচারু সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিণত হয় একটি প্রাণবন্ত রাজনৈতিক আলোচনায়।
সভায় নারীর অংশগ্রহণও ছিলো উজ্জ্বল। জেলা মহিলা দলের সহ-সভাপতি শাহনাজ ইসলাম তাঁর বক্তব্যে রাজনৈতিক প্রেক্ষাপটে নারীর ভূমিকা এবং সংগঠনের মধ্য দিয়ে নারীদের আরও সক্রিয় করে তোলার আহ্বান জানান। বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির শেখ, সাবেক ইউনিয়ন আহ্বায়ক এসএমএ মালেক এবং দলীয় সদস্য সচিব মোঃ মিকাঈল বিশ্বাস, যারা সবাই সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা এবং আন্দোলনের রূপরেখা নিয়ে তাঁদের মতামত তুলে ধরেন।
সভায় একে একে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, যাঁদের বক্তব্যে উঠে আসে জাতীয় রাজনীতির পটভূমিতে স্থানীয় নেতৃত্বের ভূমিকা, সাংগঠনিক সংহতি এবং তরুণ প্রজন্মকে রাজনীতিতে সম্পৃক্ত করার প্রস্তাবনা। উপস্থিত ছিলেন যুবদল, মহিলা দল, বিএনপির নেতৃবৃন্দসহ ইউনিয়ন পর্যায়ের অসংখ্য কর্মীবাহিনী। তাঁদের অংশগ্রহণে কর্মী সভাটি পরিণত হয় এক উদ্দীপ্ত ও ঐক্যবদ্ধ পরিবেশে।
অনুষ্ঠানজুড়ে দেখা গেছে স্বতঃস্ফূর্ততা ও আন্তরিকতার এক মেলবন্ধন। বক্তাদের কথায় যেমন ছিলো সংগ্রামের প্রত্যয়, তেমনি ছিলো ভালোবাসা ও দায়িত্ববোধের আবেগমাখা উচ্চারণ। দীর্ঘসময় ধরে চলা এই কর্মী সভায় অংশগ্রহণকারীরা প্রতিটি বক্তব্যে খুঁজে পেয়েছেন আগামী দিনের প্রস্তুতি, সংগ্রামের পাথেয় এবং সংগঠনের মূল চালিকাশক্তি।
সভা শেষে উপস্থিত নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেন, ঘাটভোগ ইউনিয়নের এই আয়োজন নিছক একটি কর্মী সভায় সীমাবদ্ধ না থেকে বৃহত্তর সাংগঠনিক জাগরণের সূচনা ঘটাবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.