আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আশাশুনি প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে। শনিবার সকালে ক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি জি এম আল ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়।
সাধারণ সম্পাদক এসকে হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি জি এম মুজিবুর রহমান, এস এম আহসান হাবীব, সিনিয়র সহ-সভাপতি আব্দুল আলীম, আলী নেওয়াজ, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আশিকুজ্জামান আশিক, শিক্ষক সুব্রত দাশ, হাসান ইকবাল মামুন, রাবিদ মাহমুদ চঞ্চল, ইসমাইল হোসেন লিংকন প্রমুখ।
সভায় ক্লাবের বিগত সময়ের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপনের পর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষণা অনুযায়ী, আগামী ১০ অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর ১৩ ও ১৪ অক্টোবর সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র ক্রয় করা যাবে। ১৫ অক্টোবর সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে। মনোনয়ন যাচাই-বাছাই শেষে ২০ অক্টোবর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
উল্লেখ্য, এবার সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও কোষাধ্যক্ষ—এই ছয়টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৫ নভেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.