বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে ঠাকুরগাঁও বাসস্ট্যান্ড সংলগ্ন নিউ একতা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এতে ক্লিনিকের মালিক, কর্তৃপক্ষ, এবং কর্মচারীরা হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন। নার্স, আয়া, ওয়ার্ডবয় ও মার্কেটিং অফিসারসহ সংশ্লিষ্ট কর্মীরাও বেকার হয়ে পড়েছেন।
গত শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করিম রিপন জানান, “গত ২০ জুন বিকেল ৪টার দিকে হৃদয় চন্দ্র রায়ের স্ত্রী আশা মনিকে ডা. ইয়াসমিন ইসলামের পরামর্শে নিউ একতা ক্লিনিকের ওটি রুমে নেওয়া হয়। সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি কন্যা সন্তান জন্ম নেয়। কিছুক্ষণ পর রোগীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। দ্রুত ডা. ইয়াসমিন ইসলাম রোগীকে এম্বুলেন্সযোগে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে আইসিইউতে ভর্তি করার পাঁচ ঘণ্টা পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
তিনি আরও বলেন, “এ ঘটনার পর আমরা মানসিকভাবে ভেঙে পড়ি। মৃত আশা মনির পরিবার লাশ নিয়ে দিনাজপুর থেকে নিজ গ্রাম সুজলপুরে নিয়ে যায় এবং ধর্মীয় নিয়মে দাহ সম্পন্ন করে। কিন্তু কিছু কুচক্র মহল টাকার লোভে বিভিন্ন পত্রিকায় মিথ্যা খবর প্রকাশ করে আমাদের সুনাম ক্ষুণ্ণ করেছে। নিউ একতা ক্লিনিক একটি লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান, যা দীর্ঘদিন ধরে গরিব ও অসহায় মানুষের সেবা দিয়ে আসছে।”
মৃত আশা মনির স্বামী হৃদয় চন্দ্র রায় বলেন, “এটি একটি দুর্ঘটনা। আমার স্ত্রী আগে থেকেই অসুস্থ ছিল। আমি চাই নিউ একতা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার পুনরায় চালু হোক। এতে এলাকার অনেক মানুষের কর্মসংস্থান হবে।”
স্থানীয় ব্যবসায়ী ও ঠাকুরগাঁও বাসস্ট্যান্ড এলাকার ইলেকট্রিক ব্যবসায়ী মো. খোরশেদ আলম বলেন, “নিউ একতা ক্লিনিক বহু বছর ধরে বীরগঞ্জে গরিব ও অসহায় মানুষের পাশে থেকে চিকিৎসা সেবা দিয়ে এসেছে। একটি দুর্ঘটনার কারণে এতদিন ক্লিনিকটি বন্ধ থাকায় আমরা খুবই কষ্টে আছি। রোগীদের চিকিৎসার জন্য এখন দূরে যেতে হচ্ছে।”
তিনি আরও বলেন, “আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি—মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনা করে নিউ একতা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারটি পুনরায় চালুর অনুমতি দেওয়া হোক। এতে এলাকাবাসী উপকৃত হবে, আর কর্মচারীরাও আবার কাজে ফিরতে পারবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.