ফরিদপুর প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু অভিযোগ করেছেন, "আওয়ামী লীগ সরকার রোহিঙ্গা সমস্যার সমাধানে কোনো কার্যকর উদ্যোগ নেয়নি বরং শেখ হাসিনা নিজের ক্ষমতা টিকিয়ে রাখতেই আন্তর্জাতিক মহলের সাথে আঁতাত করেছে।"
শনিবার সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দায় উপজেলা ও পৌর ওলামা দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “বিএনপির শাসনামলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়া রোহিঙ্গাদের নিজ দেশে সম্মানের সাথে ফেরত পাঠানোর ব্যবস্থা করেছিলেন। কিন্তু আওয়ামী লীগ সরকারের সময় এই সমস্যার কোনো সমাধান হয়নি। আমি পরিষ্কারভাবে বলতে চাই, বিএনপি ক্ষমতায় এলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা হবে।”
গণতন্ত্র পুনরুদ্ধারে আলেম সমাজের ভূমিকার কথা উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, “আলেম সমাজ অতীতেও জনগণের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা রেখেছেন। বর্তমান সময়েও তাদের ঐক্যবদ্ধ ভূমিকা অত্যন্ত জরুরি।”
নগরকান্দা উপজেলা ও পৌর ওলামা দলের উদ্যোগে আয়োজিত এ কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মো. দেলোয়ার হোসেন জিল্লু এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মাওলানা মো. ইসলাম মোল্লা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুল হক টুলু, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সম্মেলন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.