বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
"শিক্ষকতা একটি মহৎ পেশা"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের বাবুগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রোববার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদ।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষক সমাজ দেশের আলোকবর্তিকা। তাদের হাত ধরেই তৈরি হচ্ছে আগামী দিনের নেতৃত্ব। তাই শিক্ষা উন্নয়নের পাশাপাশি শিক্ষকদের মর্যাদা ও অধিকার রক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে।
অনুষ্ঠানটি আয়োজন করে বাবুগঞ্জ উপজেলা প্রশাসন এবং সহযোগিতা করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং সুধীজনরা অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.