Nabadhara
ঢাকারবিবার , ৫ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় বহিষ্কৃত বিএনপি নেতার বিরুদ্ধে দোকানঘর দখলের অভিযোগ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
অক্টোবর ৫, ২০২৫ ১:০২ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বহিষ্কৃত বিএনপি নেতা আবুল বশার হাওলাদার বাচ্চুর বিরুদ্ধে একটি দোকানঘর দখলের অভিযোগ উঠেছে। স্থানীয় ঘাঘর বাজারে অবস্থিত ব্যবসায়ী মানিক লাল ভট্টাচার্য (কালু ঠাকুর) অভিযোগ করেন, তার মালিকানাধীন জায়গায় অবস্থিত একটি দোকানঘর জোরপূর্বক দখল করে নিয়েছেন বশার হাওলাদার।

মানিক লাল জানান, তিনি ৫২নং কয়খা মৌজার ৫৪৭নং বিআরএস খতিয়ানে দলিলমূলে ক্রয়কৃত ২০ শতাংশ জমিতে ৩টি দোকানঘর নির্মাণ করে গত ২৭ বছর ধরে ব্যবসা পরিচালনা করে আসছেন। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বিএনপি নেতা আবুল বশার একটি দোকানঘর দখল করে নেন এবং প্রতিবাদ জানালে তাকে মারধর ও প্রাণনাশের হুমকি দেন। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করা হলেও এখনও পর্যন্ত কোনো প্রতিকার পাননি বলে দাবি করেছেন তিনি।

ঘটনার বিষয়ে জানতে চাইলে আবুল বশার হাওলাদার বাচ্চু বলেন, “কালু ঠাকুর যে দোকানঘরটি নিজের দাবি করছেন, সেটি আমার কেনা সম্পত্তি।” একইসঙ্গে তিনি সাংবাদিকদের উদ্দেশে উসকানিমূলক বক্তব্য দিয়ে বলেন, “হাসান-মিজানকে মারতে পারলে কালু ঠাকুরকে মারতে কি সময় লাগে?”

প্রসঙ্গত, সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সম্প্রতি তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। গত ২৬ আগস্ট দৈনিক যুগান্তর ও কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধিদের উপর হামলার ঘটনায় তিনি জড়িত ছিলেন বলে জানা গেছে।

এ বিষয়ে পাশের দোকানের কর্মচারী ওবায়দুল মোল্লা বলেন, “এই দোকানটি দীর্ঘদিন ধরে কালু ঠাকুরের বলে জানি। তবে এখন বশার সাহেব এটি নিজের দাবি করছেন।”

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, “আমি এই থানায় যোগদানের আগে কালু ঠাকুর অভিযোগটি করেছিলেন। তিনি যদি পুনরায় লিখিত অভিযোগ দেন, তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।