ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ জেলার শৈলকূপায় বজ্রপাতে হুরমত আলী( ৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার শেখড়া গ্রামে ঘটনাটি ঘটেছে।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, রবিবার দুপুরে বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাত ঘটে।এতে বাড়ির বারান্দায় বসে থাকা অবস্থায় হুরমত আলী নামের এক ব্যক্তির কানের একাংশ ছিড়ে ঘটনা স্থলে মারা যায়। প্রতিবেশী জাফর আলী নামের একজন জানান বজ্রপাতে হুরমত আলী নামের এক ব্যক্তি আজ দুপুরে মারা গেছে।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান জানান, শেখড়া গ্রামে বজ্রপাতে হুরমত আলী নামের একজন মারা গেছে এরকম সংবাদ আপনার কাছ থেকে শুনলাম তারপরও আমি খোঁজ নিচ্ছি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।