Nabadhara
ঢাকারবিবার , ৫ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কালাইয়ে লোক সংস্কৃতি পরিষদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
অক্টোবর ৫, ২০২৫ ৩:০৪ অপরাহ্ণ
Link Copied!

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের কালাই উপজেলার পুনট বাজারে গত শনিবার (৪ অক্টোবর) বিকেলে ‘লোক সংস্কৃতি পরিষদ’ এর এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা ও সংগঠক আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দুই বছর মেয়াদী ১১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

সভায় মোকলেছার রহমানকে সভাপতি ও সাজিয়া ইসলাম পায়েলকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। এছাড়া সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন আব্দুল হান্নান, যুগ্ম সম্পাদক হেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক রাজু আহম্মেদ, অর্থ সম্পাদক মশিউল আজম মন্টু চৌধুরী, প্রচার-প্রকাশনা ও দপ্তর সম্পাদক আরমান হোসেন, শিশু-মহিলা-সমাজকল্যাণ সম্পাদক ধরিত্রী দাস জুঁই এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে মোহন্ত বর্মন, আব্দুর রহিম ও গোলাম মাকসুদ হেলালী থাকছেন।

সভায় সংগঠনের সার্বিক উন্নয়ন ও গতিশীলতা আনয়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং আগামী বছরের জন্য বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। নতুন কমিটির মাধ্যমে কালাইয়ের লোক সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা ও প্রসারে উল্লেখযোগ্য অগ্রগতি আসার প্রত্যাশা প্রকাশ করেন সভায় উপস্থিত সদস্যবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।