মফিজুল ইসলাম ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকূপায় অতিরিক্ত মদ্য পানে নন্দিনী রানি সরকার (১৮) নামের এক মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে । রবিবার কুস্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ।
নন্দিনী রানি সরকার (১৮) মানিকগঞ্জ সদর উপজেলার গিলোন্দ গ্রামের অনীল চন্দ্র সরকারের মেয়ে । সে দূর্গাপূজা উপলক্ষে তার নানার বাড়ী ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ভান্ডারীপাড়া গ্রামে সপ্তমীর দিনে বেড়াতে এসেছিল ।
নন্দিনীর দাদু সঞ্জয় কুমার সরকার জানান, গত ১৯ অক্টোবর নন্দিনী দূর্গাপূজা উদযাপন উপলক্ষে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ভান্ডারী পাড়া গ্রামে আমার বাড়িতে বেড়াতে আসছিল । এরপর দশমীর দিনে সে তার বান্ধবীদের সাথে প্রতিমা বিসর্জন উপলক্ষে বেড়াতে বের হয় । সেখানে সে তার অন্যান্য বান্ধবীদের সাথে মদ্যপান করে । পরে রাতে সে অসুস্থ হলে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করা হয় । এরপর সে অতিরিক্ত অসুস্থ হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা রেফার করে। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসারত অবস্থায় ভোর সকালে মারা যায়। তবে জানা গেছে মৃত নন্দিনী রানী ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাছুম খাঁন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.