Nabadhara
ঢাকারবিবার , ৫ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক হায়াত উদ্দিনকে হত্যার প্রতিবাদে চিতলমারীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, চিতলমারী
অক্টোবর ৫, ২০২৫ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, চিতলমারী

বাগেরহাটে দৈনিক ভোরে চেতনার স্টাফ রিপোর্টার সাংবাদিক এস.এম. হায়াত উদ্দিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যার দ্রুত বিচার ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে চিতলমারীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ চত্বরে চিতলমারী উপজেলা প্রেসক্লাবের আয়োজনে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা ও উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক নেতা-কর্মী, সমাজসেবক ও সাধারণ মানুষ অংশ নেন।

চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সেলিম সুলতান সাগরের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিতলমারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রুনা গাজী। এছাড়া সাংবাদিক মোল্লা আব্দুর রব, সাংবাদিক রিফাত আল মাহামুদ, চিতলমারী প্রেসক্লাবের সভাপতি একরামুল হক মুন্সি, সাংবাদিক তাওহিদুর রহমান বাবু, সাংবাদিক প্রদীপ মণ্ডল, সাংবাদিক শফিকুল ইসলাম সাফা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নেয়ামত আলী খান, শিক্ষক সাফায়েত হোসেন, যুবদল নেতা জয়নুল ভারভেজ সুমন প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, এস.এম. হায়াত উদ্দিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনা দেশে সাংবাদিকদের নিরাপত্তাহীনতার প্রমাণ। শুধু বাগেরহাটই নয়, সারা দেশেই এখন সাংবাদিকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। সাংবাদিক এস.এম. হায়াত উদ্দিনের হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির নিশ্চয়তা দিতে হবে। পাশাপাশি সরকারের কাছে সাংবাদিক সুরক্ষার আইন বাস্তবায়নের দাবি জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।