আজাহার আলী, বগুড়া
সম্প্রতি গোহাইল রোডস্থ উপাসনালয়ে বগুড়া খ্রীষ্টিয় মন্ডলীর সান্ডেস্কুল ক্যাম্প প্রতিবছরের ন্যায় ছোট ছোট ছেলেমেয়েদের নিয়ে যথাযথ মর্যাদায় অনুষ্ঠিত হয়। সান্ডেস্কুল সুপার রানু খন্দকারের সার্বিক তত্বাবধানে সভাপতিত্ব করেন বগুড়া খ্রীষ্টিয় মন্ডলীর সভাপতি অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী।
ক্যাম্পে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পাবনা ব্যাপ্টিস্ট চার্চের পালক ইসাহাক সরকার। তিনি এবারের মূল বচন ‘বৎস তোমার চিত্ত যদি জ্ঞানশালী হয়, তবে আমারও চিত্ত আনন্দিত হইবে’ এর উপর বিশদ আলোচনা করেন।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী বলেন, “শিশুরা আগামীদিনের ভবিষ্যত। আমাদের সন্তানদের সত্য, ন্যায় ও জ্ঞানের পথে পরিচালিত করতে হবে। জাগতিক লোভ-লালসা এবং উচ্চতর জীবনের হাতছানিতে শিশুরা যেন বিভ্রান্ত না হয়, এজন্য জাগতিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় নীতি-নৈতিকতার শিক্ষা দেয়া প্রয়োজন। তাদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে হবে। প্রভুর বাণী, প্রভুর কথা, প্রভুর দিকনির্দেশনা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে হবে। তারা হৃদয়ে লালন ও আত্মস্থ করতে পারলেই কখনো বিপথগামী হবে না। যতই দুর্যোগ ও দুঃখ-কষ্ট আসুক, প্রভুকে স্মরণ করলেই সব মুছে যায়। তিনিই আমাদের একমাত্র মুক্তিদাতা ও ত্রাণকর্তা।”
অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া খ্রীষ্টিয় মন্ডলীর সম্পাদক ছবি বিশ্বাস, সাবেক পালক প্রধান সৌরভ বিশ্বাস, পালক গিলবার্ট মৃধা, সদস্য ফ্লোরা চন্দনা খন্দকার, ম্যাগডালিন ফ্রান্সিসকা পিংকি ও চার্চ কাউন্সিলরবৃন্দ।
সান্ডেস্কুলের শিক্ষার্থীরা ধর্মীয় গানে উপাসনালয় মুখরিত করেন। ক্যাম্পে আগত ছোট ছোট ছেলেমেয়েরা উৎসাহভরে বিভিন্ন কার্যক্রমে অংশ নেয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.