নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট)
দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক এস. এম. হায়াত উদ্দিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনায় গভীর প্রতিবাদ জানিয়ে কচুয়া উপজেলা সংলগ্ন প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৫ অক্টোবর (রবিবার) সকাল ১১টায় কচুয়া প্রেসক্লাব ও কচুয়ায় কর্মরত সকল সাংবাদিকদের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় সাংবাদিকরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, কচুয়া প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, বাংলাদেশ জামায়েত ইসলামী কচুয়া উপজেলা শাখার আমির মাওলানা রফিকুল ইসলাম, কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম, প্রেসক্লাবের সদস্য শেখ শহিদুল ইসলাম এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি তুহিন খান।
অন্যান্য উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সিনিয়র সহসভাপতি তুহিন খান, মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সূর্য্য চক্রবর্তী, মাই টিভির জেলা প্রতিনিধ মোঃ রিফাত, সাংবাদিক সোসাইটির সভাপতি ও প্রেসক্লাবের সদস্য তরিকুল ইসলাম, চ্যানেল এস এর প্রতিনিধি ও প্রেসক্লাবের সদস্য রাকিবুল হাসান, দৈনিক প্রতিদিনের কথা পত্রিকার সাংবাদিক সিকদার সাইদুল ইসলাম, দৈনিক নয়া দিগন্তের তারিকুজ্জামান মুন্না, আনন্দ টিভির এস কে এম হুমায়ুন, সাংবাদিক সাইফুল ইসলাম, সাংবাদিক রাহাতুল ইসলাম, সাংবাদিক মইনুল ইসলাম সিকদার, রাকিব শেখ, সাংবাদিক মুন্না শেখ, রাসেল শেখসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
বক্তারা বলেন, সাংবাদিক এস. এম. হায়াত উদ্দিনকে নির্মমভাবে হত্যার ঘটনা দেশের সাংবাদিক সমাজের জন্য বড় ধাক্কা। দ্রুত অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য কার্যকর আইন প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন।
মানববন্ধন শেষে একটি শান্তিপূর্ণ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.