স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও এন্ট্রিপদ ৯ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ অক্টোবর) বিকাল ৩টায় নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও এন্ট্রিপদ ৯ম গ্রেড বাস্তবায়ন পরিষদ নড়াইল জেলা শাখার আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শেখ হাফিজুর রহমান। নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত বর্তমান সরকার নানা ক্ষেত্রে বৈষম্য দূরীকরণে প্রতিশ্রুতিবদ্ধ। তাই শিক্ষাব্যবস্থায়ও বৈষম্য নিরসনে সরকারের কার্যকর উদ্যোগ নেওয়া এখন সময়ের দাবি।”
তিনি আরো জানান, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক-কর্মকর্তারা বহু বছর ধরে পদোন্নতি, পদসোপান ও চাকরিসংক্রান্ত বিভিন্ন সুবিধায় বৈষম্যের শিকার হচ্ছেন। বর্তমানে এসব বিদ্যালয়ে পদোন্নতির সুযোগ মাত্র ৪ শতাংশ, যার ফলে ৩০ বছরেরও বেশি চাকরিজীবন শেষ করেও অনেক শিক্ষক পদোন্নতি না পেয়েই অবসরে যাচ্ছেন। পদোন্নতি প্রক্রিয়ায় অনিয়ম ও শূন্য পদ পূরণ না হওয়ায় শিক্ষক সমাজে হতাশা বৃদ্ধি পাচ্ছে, যা মানসম্মত শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত ঘটাচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক তারাপদ বিশ্বাস, খালিদ হাসান, সহকারী শিক্ষক মো. তৌফিক হাসান, মো. নূর-এ-আলম জাহিদ, মো. মন্জুর হাসান, মো. হাসান কবির, পল্বব গোস্বামী, মো. সোহেল রানা সহ আরও অনেকে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.