ঝিনাইদহ প্রতিনিধি
‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। রোববার (৫ অক্টোবর) জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। আরও বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা এবং জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
বক্তারা বলেন, “শিক্ষকদের হাতেই জাতির ভবিষ্যৎ গড়ে ওঠে। তাই শিক্ষক সমাজের মর্যাদা রক্ষা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার মান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, নৈতিকতা ও মানবিক গুণাবলির বিকাশেও শিক্ষকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।”
অন্যদিকে, একই দিনে কালীগঞ্জ উপজেলাতেও দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহিন আলম।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.