তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
“শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। এ উপলক্ষে রোববার (৫ অক্টোবর) সকাল ১০টায় তালা শহীদ আলী আহম্মদ সরকারি বালিকা বিদ্যালয়ের অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার। সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান।
সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন তালা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম, প্রাক্তন অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, পাটকেলঘাটা হারুন অর রশিদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল গফুর, পাটকেলঘাটা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আব্দুল কুদ্দুস, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক মোঃ মইনুল ইসলাম, শহীদ আলী আহম্মেদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ফজর আলী, এবং উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জগদীশ হালদার।
সভাটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস এবং প্রভাষক গাজী আছাদুজ্জামান।
আলোচনায় বক্তারা বলেন, শিক্ষকদের সম্মান ও মর্যাদা বৃদ্ধির পাশাপাশি শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করাই হবে দিবসটির মূল প্রতিপাদ্যের সফল বাস্তবায়ন।
অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং শিক্ষাপ্রেমী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.