আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
“শিক্ষকতায় গড়ি মানবতা, শেখাই জীবনের দিশা”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো ফরিদপুরের আলফাডাঙ্গায়ও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫।
রবিবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মিলনায়তনে আয়োজিত হয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিতর্ক প্রতিযোগিতা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল। তিনি বলেন,"শিক্ষক হলেন সমাজের আলোকবর্তিকা। তাদের হাতে গড়ে ওঠে একটি জাতির ভবিষ্যৎ। শিক্ষকরা শুধু পাঠদান করেন না, বরং তারা মানুষ গড়ার কারিগর—নৈতিকতা, মূল্যবোধ ও দেশপ্রেম শেখান। তাদের সম্মান জানানো মানেই জাতির ভিত্তিকে দৃঢ় করা। শিক্ষক দিবস কেবল আনুষ্ঠানিকতার দিন নয়; এটি আত্মসমালোচনার দিনও—শিক্ষকদের প্রতি আমাদের দায়িত্ববোধ কতটা আন্তরিক, তা পর্যালোচনা করার সময় এসেছে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক। তিনি বলেন,"শিক্ষকরা সমাজ পরিবর্তনের অন্যতম অগ্রদূত। তাদের সঠিক সম্মান ও প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পারলে শিক্ষার মানও বহুগুণে বৃদ্ধি পাবে। শিক্ষকের মর্যাদা রক্ষা করা মানে দেশের ভবিষ্যৎকে রক্ষা করা।”
অনুষ্ঠানে ইউনিয়নভিত্তিক আন্তঃশিক্ষাপ্রতিষ্ঠান বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার-আপ দলকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
দিনব্যাপী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে পুরো উপজেলা প্রশাসন চত্বরে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়, যা শিক্ষকদের মুখে হাসি ও অনুপ্রেরণার বার্তা এনে দেয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.