মোঃ সাইফুল ইসলাম কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কটিয়াদীতে স্বাধীনতার ৫৪ বছর পর কেন্দ্রীয় শহীদ স্মৃতিসৌধের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
রবিবার ৫ অক্টোবর (২০২৫) সকাল ১১টায় উপজেলা পরিষদের উত্তর গেইটের পার্শ্বে কটিয়াদী কেন্দ্রীয় শহীদ স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক মো. মাঈদুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক লাবনী আক্তার তারানা, কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জাল হোসেন খান দিলীপ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার মো. ইসরাঈল মিয়া, জালালপুর ইউপি চেয়ারম্যান মো. রফিকুল আলম রফিক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিটু, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুল আলম মাসুদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তাসরিফুল হাসিবসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকবৃন্দ।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা-২ শাখা থেকে ২০ লাখ ৬৯ হাজার ৩৬৩ টাকা বরাদ্দে স্মৃতিসৌধটি নির্মাণ করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম বলেন,কটিয়াদীতে যোগদানের পর থেকে দেখলাম কটিয়াদীতে বিভিন্ন জাতীয় দিবস উদযাপনের জন্য কেন্দ্রীয় কোন স্মৃতি সৌধ নেই। সেই লক্ষ্যে কাজ শুরু করেছিলাম যাতে আমাদের একটি কেন্দ্রীয় স্মৃতিসৌধ নির্মাণ করা যায়। অবশেষে আজ কেন্দ্রীয় স্মৃতিসৌধের ভিত্তি প্রস্তর স্থাপন করা হলো।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.