গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জন পরিবারের কাছে আর্থিক চেক বিতরন করেছেন
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান।
আজ সোমবার সকালে গোপালগঞ্জ বিআরটির
আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে
এই আর্থিক চেক বিতরনের আয়োজন করা হয়।
এ সময় গোপালগঞ্জ জেলায় বিগত ২২,২৩,২৪ সালে ৩৩২ টি সড়ক দুর্ঘটনা ঘটে।
এঘটনায় ২৬৬ জন নিহত ও ৪৯২ জনআহত হয়।
নিহতদের মধ্যে থেকে ৮ জনরের পরিবারকে ৪০ লাখ টাকা বিতরন করা হয়।
নিহত মো,সাকিল সিকদার, তহুরা পারভিন, রইচ শেখ,তানিয়া আফরোজ,কুদ্দুস মোল্লা, রাজিজ শেখ, শের খান ও মো,আলমগীর হোসেনকে
প্রতিজনকে ৫ লাখ টাকার আর্থিক চেক বিতরন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান (যুগ্মসচিব)।
চেক বিতরন অনুষ্ঠানে পুলিশের সুপার মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউদ্দিন, বিআরটির সহকারী পরিচালক লায়লাতুল মাওয়াসহ সাংবাদিক বৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.