Nabadhara
ঢাকাসোমবার , ৬ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দুমকিতে সড়কের বেহাল দশা, পাকাকরণের দাবিতে এলাকাবাসী

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
অক্টোবর ৬, ২০২৫ ১:০৬ অপরাহ্ণ
Link Copied!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের পশ্চিম ঝাটরা সফের মুন্সীর ব্রিজ থেকে আলী আকবরের দোকান হয়ে পশ্চিম ঝাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় ১ দশমিক ৭৫ কিলোমিটার এলজিইডি নির্মিত হেরিংবন্ড (এইচবিবি) সড়কটি বর্তমানে চরম বেহাল দশায় পরিণত হয়েছে। দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কটি এখন কার্যত চলাচলের অনুপযোগী। এর ফলে শিক্ষার্থী, রোগী ও সাধারণ পথচারীরা মারাত্মক দুর্ভোগের শিকার হচ্ছেন। স্থানীয়দের জোর দাবি, সাময়িক মেরামত নয়—জনদুর্ভোগ লাঘবে অবিলম্বে সড়কটি পাকাকরণ করা হোক।

সরেজমিনে দেখা যায়, সড়কের অধিকাংশ স্থান থেকে ইট উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। বর্ষার পানি জমে হাঁটুসমান কাদা তৈরি হওয়ায় এই পথে যান চলাচল প্রায় বন্ধের উপক্রম। বিশেষ করে স্কুলগামী কোমলমতি শিশুরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই সড়ক ব্যবহার করতে বাধ্য হচ্ছে।

এলাকার বাসিন্দা এম. আমির হোসাইন বলেন, “এই সড়ক দিয়েই প্রতিদিন স্কুলের শিশু, শিক্ষক ও স্থানীয় মানুষজন চলাচল করেন। কিন্তু সড়কের এমন করুণ অবস্থার কারণে সবাই বিপদে থাকে।” স্থানীয় দোকানদার আলী আকবর অভিযোগ করেন, “বছরের পর বছর সড়কটি ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। বর্ষায় কাদা আর শুষ্ক মৌসুমে ধুলায় দোকানে বসা যায় না। অভিযোগ করেও কোনো ফল পাইনি।”

৩৪ নং পশ্চিম ঝাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম জানান, “রাস্তার এমন করুণ দশার কারণে আমাদের শিক্ষার্থীরা প্রতিদিন ভোগান্তিতে থাকে। অনেক সময় কাদা-পানিতে পড়ে তারা আহতও হয়।”

আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জিল্লুর রহমান স্বীকার করেন, “সড়কটির অবস্থা সত্যিই নাজুক।” তবে তিনি বাজেট সংকটের কারণে সংস্কার কাজ শুরু করতে না পারার কথা জানান।

এদিকে, স্থানীয় বাসিন্দা আবদুল জব্বার সিকদার হুঁশিয়ারি দিয়ে বলেন, “অবিলম্বে সড়ক সংস্কারের কাজ শুরু না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবো।”

এ বিষয়ে দুমকি উপজেলা প্রকৌশলী মো. মনিরুজ্জামান জানান, “সড়কটি পরিদর্শনের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এলাকাবাসী দ্রুত সড়কটির সংস্কার ও স্থায়ীভাবে পাকাকরণের দাবি জানিয়েছেন, যাতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা নির্বিঘ্নে চলাচল করতে পারে এবং দীর্ঘদিনের এই ভোগান্তি দূর হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।