লিয়াকত আলী খান,নোয়াখালী
নোয়াখালীর বেগমগঞ্জে এক কিশোরকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার ৬ নম্বর আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। হত্যাকাণ্ডের দুদিন পর রবিবার রাতে উপজেলার বেগমগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (৬ অক্টোবর) সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র্যাব-১১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু।
গ্রেপ্তার হওয়া শাফায়েত হোসেন সৈকত (২০) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের পূর্ব একলাশপুর গ্রামের শহীদুল্লাহর ছেলে। তিনি একই এলাকার আলোচিত দেলোয়ার বাহিনীর সক্রিয় সদস্য বলে জানিয়েছে র্যাব।
র্যাব জানায়, গত ৩ অক্টোবর রাত ১০টার দিকে বেগমগঞ্জ উপজেলার কল্লা মার্কেট এলাকায় কিশোর মারওয়ান হোসেন বিজয়কে (১৮) নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়। তার শরীরে ৩০০-র বেশি স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। নিহত বিজয় উপজেলার হাজীপুর গ্রামের রবি মেম্বার বাড়ির শাহীন চৌধুরীর ছেলে।
হত্যাকাণ্ডের নেপথ্যে ছিল মানবিক একটি ঘটনা। কয়েকদিন আগে শরীফপুর ইউনিয়নের নতুন ব্রিজ এলাকায় কিছু সন্ত্রাসী এক নিরীহ মানুষকে মারধর করছিল। এ সময় বিজয় সাহস করে তার সাহায্যে এগিয়ে গিয়ে সন্ত্রাসীদের হাত থেকে তাকে রক্ষা করে। এতে ক্ষিপ্ত হয়ে ওই সন্ত্রাসীরা বিজয়ের উপর প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে।
হত্যার দিন রাতে তারা বিজয়কে কল্লা মার্কেট এলাকায় পথরোধ করে আটক করে এবং পরবর্তীতে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।
ঘটনার পরদিন নিহত বিজয়ের বোন শাহানাজ আক্তার সুবর্ণা বাদী হয়ে বেগমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার অন্যান্য আসামিরা এখনো পলাতক রয়েছে।
র্যাব-১১ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাফায়েত হোসেন সৈকতকে গ্রেপ্তার করা হয়। তাকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.