বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে জোরপূর্বক জমি দখলের চেষ্টা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির ঘটনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকাল ১০ টায় বগারচর ইউনিয়নের উত্তর সারমারা খেয়াঘাট বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মিথ্যা মামলায় হয়রানির শিকার কয়েকটি পরিবার ওই প্রতিবাদ সভার আয়োজন করে।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন স্থানীয় ব্যবসায়ী আসাদুজ্জামান লিটন, আবুল হাসেম, খোরশেদ আলম ও মাসিদুল ইসলাম।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, অন্যের জমি আত্মসাত করতে স্থানীয় সাবেক ব্যাংক কর্মকর্তা আবুল বাসার তার লোক আলমগীর হোসেন, আমিনুল ইসলাম, সোনা মিয়াকে দিয়ে কল্পকাহিনী সাজিয়ে সারমারা এলাকার মানুষের নামে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানির করছে।
গায়েবী মামলা দায়ের করে অন্যের জমি জোরপূর্বক দখলের চেষ্টা করে যাচ্ছেন আবুল বাসার ও তার লোকজন। এছাড়াও আরো মামলা দেবে বলেও হুমকি দিচ্ছেন তিনি। একের পর এক মিথ্যা মামলায় সর্বস্বান্ত হয়ে পড়েছে কয়েকটি পরিবার। তাই মিথ্যা মামলা থেকে মুক্তি পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।এসময় স্থানীয়রা মামলাবাজ আবুল বাসারকে গ্রেপ্তারের দাবি জানান।