নাজিম বকাউল, ফরিদপুর
ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার সকাল ৮টার দিকে রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গ্রামটিতে কুদ্দুছ তালুকদার ও উসমান তালুকদার সমর্থকদের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। সোমবার সকালে এক চায়ের দোকানে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির জেরে হাতাহাতির ঘটনা ঘটে। এর পরপরই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দেশীয় অস্ত্র, ঢাল-কাতরা, সড়কি ও ইটপাটকেল ব্যবহার করে প্রায় দুই ঘণ্টাব্যাপী চলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার খবর পেয়ে সালথা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সালথা থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মোঃ মারুফ হাসান রাসেল বলেন, "সংঘর্ষের খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করি। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।"
এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে বিরাজ করছে আতঙ্ক।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.