কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ছয়সূতী ও দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডের মাঝামাঝি কাঁঠালতলী এলাকা থেকে আনুমানিক ৩৫ বছরের এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ অক্টোবর) সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তা উদ্ধার করে।
স্থানীয়দের মতে, ওই নারীকে প্রায়ই কুলিয়ারচরের বিভিন্ন বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় ঘোরাফেরা করতে দেখা যেত। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। অনেকেই তাকে চিনলেও কেউ তার পারিবারিক পরিচয় জানতেন না। স্থানীয়রা জানান, ওই নারী প্রায়ই চলন্ত গাড়ির কাছে যেতেন এবং কখনও কখনও গাড়িতে ধাক্কা দিতেন। মরদেহের মাথা ও মুখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলেও তারা জানান।
কুলিয়ারচর থানার ওসি হেলাল উদ্দিন বলেন, “সকাল ৮টার দিকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। যেহেতু ঘটনাস্থল হাইওয়ে থানার আওতাধীন, ভৈরব হাইওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে, তারা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।”
ভৈরব হাইওয়ে থানার এসআই শামীম আল মামুন জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো যানবাহনের ধাক্কায় ওই নারীর মৃত্যু হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.