Nabadhara
ঢাকাসোমবার , ৬ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ডিবি পরিচয় দিয়ে আত্রাইয়ে ৪ লক্ষাধিক টাকা ছিনতাই

আত্রাই (নওগাঁ )প্রতিনিধি
অক্টোবর ৬, ২০২৫ ৫:২৮ অপরাহ্ণ
Link Copied!

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে ডিবি পরিচয় দিয়ে গ্রামীণফোনের ২জন কর্মচারীকে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে ৪ লক্ষাধিক টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে গত রোববার উপজেলার রসুলপুর এলাকায়।

গ্রামীণফোন আত্রাই উপজেলার ডিস্ট্রিবিউটার আব্দুল ওয়াদুদ খন জানান, তার দুই কর্মচারী মিনহাজ ও তারেক প্রতিদিনের ন্যায় গত সোমবার মার্কেট থেকে টাকা উত্তোলন করে আত্রাই আসছিল।

রসুলপুর নামক স্থানে পৌঁছলে একটি মাইক্রোবাস তাদের গতি রোধ করে ডিবি পরিচয় দিয়ে জোর পূর্বক গাড়িতে উঠিয়ে নেন। পরে তাদের কাছে রক্ষিত মার্কেটিংয়ের ৪ লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়।

এরপর তাদেরকে বিকেল প্রায় ৫টার দিকে বগুড়ার শেরপুরে নামিয়ে দিয়ে মাইক্রোবাসটি চলে যায়। এ ব্যাপারে ছিনতাইয়ের শিকার তারেক রাতে আত্রাই থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।

এ ব্যাপারে আত্রাই থানার ওসি মো. মনসুর রহমান বলেন, ছিনতাইয়ের ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধিন রয়েছে। ছিনতাইকারীদের আটক ও ছিনতাইকৃত টাকা উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।