ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযোগে শমসের মোল্লা (৬০) নামে এক ব্যক্তিকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায় আরো ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত।
সোমবার বিকেলে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় দেন।
সাজাপ্রাপ্ত শমসের মোল্লা রাজবাড়ী বসন্তপুর উপজেলার হাট জয়পুর গ্রামের করিম মোল্লার পুত্র। রায় ঘোষণার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন না।
মামলার এজাহার সুত্রে জানা যায়, কোতয়ালী থানাধীন ফতেপুর গ্রামের প্রিয়া আক্তারির শিশু কন্যা বাড়ির পাশে রাস্তার উপর খেলা করছিল আসামি শমসের মোল্লা তার মেয়েকে ডেকে নিয়ে পাশের ঘাস ক্ষেতে নিয়ে তার পরনের প্যান্ট খুলে ধর্ষণের চেষ্টা করে। এসময় মেয়ের চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামি পালিয়ে যায়।
এ বিষয়ে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, আমরা রাষ্ট্রপক্ষ মামলার এ রায়ে সন্তুষ্ট হয়েছি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.