ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি দারুল উলূম কারীমিয়া কওমী মাদ্রাসার উদ্যোগে পবিত্র সিরাতুন্নবী (সঃ) উপলক্ষে ওয়াজ মাহফিল, হালকায়ে জিকির ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সন্ধায় মাদ্রাসার মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে এলাকাবাসীর পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বক্তা মাওলানা ডাক্তার মো. সিরাজুল ইসলাম সিরাজি। সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক আলহাজ মো. কামাল হোসেন তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় ওলামায়ে কেরাম এবং সামাজিক ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সঃ)-এর জীবনাদর্শই মানবতার পরম দিশারি। তাঁর আদর্শ অনুসরণই পারে সমাজে ন্যায়, শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠা করতে।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ, দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। পরে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.