দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে অসুস্থ হয়ে স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. রাশেদুল হক শামীম উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি হলে তাকে দেখতে সেখানে ছুটে যান দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লা।
আজ সোমবার দুপুর ২টার দিকে বুকে ব্যাথা অনুভব হলে দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. রাশেদুল হক শামীম উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি হোন। শামীমের অসুস্থতার খবর পেয়ে দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা তৎক্ষনাৎ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ছুটে যান এবং তার অসুস্থতার সার্বিক খোঁজখবর নেন।
একইসময় শামীমকে দেখতে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে যান আসিফ রেজা শিশির, দৌলতপুর ছাত্রদলের আহবায়ক মাসুদুজ্জামান রুবেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। পরে অসুস্থ শামীমকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
এ বিষয়ে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন বলেন, বুকে ব্যাথা নিয়ে রাশেদুল হক শামীম উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে আসলে তাকে চিকিৎসা দেওয়া হয়। পরে বিকেলে উন্নত চিকিৎসার জন্য শামীমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.