শফিকুল ইসলাম সাফা, চিতলমারী (বাগেরহাট)
চিতলমারীতে ঘরে ঘরে সম্পদের দেবী লক্ষ্মীর আরাধনাকে ঘিরে চলছে জোর প্রস্তুতি। সনাতন ধর্মাবলম্বীদের ঘরে এখন পূজার আয়োজন, আর বাজারে চলছে কেনাকাটার ধুম। গত দুইদিন ধরেই উপজেলার বিভিন্ন বাজারে দেখা যাচ্ছে উৎসবের রঙে রঙিন এক চিত্র। পূজার সামগ্রী নিয়ে পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা।
উপজেলার বিভিন্ন বাজার ও রাস্তার পাশে ছোট ছোট অস্থায়ী দোকান বসিয়েছেন বিক্রেতারা। দেবী লক্ষ্মীর পূজায় প্রয়োজনীয় উপাসনাসামগ্রী কেনার জন্য সকাল থেকেই ভিড় করছেন ক্রেতারা।
বাজারে কথা বলে জানা গেছে, এবছর বিক্রি মোটের ওপর সন্তোষজনক। এক ব্যবসায়ী বলেন, “প্রতিবছরের মতো এবছরও লক্ষ্মীপূজাকে ঘিরে মানুষ বেশ উৎসাহী। ধান, খই, নাড়ু, তিল, ফলমূলের ভালো চাহিদা রয়েছে। সকাল থেকেই ক্রেতাদের আনাগোনা লেগেই আছে।”
আরেক বিক্রেতা জানান, “বাজারে জিনিসের দাম তুলনামূলক কিছুটা বেশি হলেও বিক্রি স্বাভাবিক। পূজোর আমেজে মানুষ খুশি মনে কেনাকাটা করছেন।”
অন্যদিকে, ক্রেতারাও জানিয়েছেন—লক্ষ্মীপূজা তাঁদের জীবনে এক বিশেষ আনন্দের দিন। দেবী লক্ষ্মীর কৃপা কামনায় এখন ঘরে ঘরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
সব মিলিয়ে, লক্ষ্মীপূজার দিনকে ঘিরে চিতলমারীর আখড়াবাড়ি মন্দির প্রাঙ্গণ, খাসেরহাট বাজারসহ বিভিন্ন এলাকায় জমে উঠেছে উৎসবের আমেজ। পসরা সাজানো দোকানে ব্যস্ত ব্যবসায়ী আর ভিড় করা ক্রেতাদের মুখেই যেন প্রকাশ পাচ্ছে উৎসব-পূর্ব উচ্ছ্বাসের চিত্র।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.