দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেল চুরি সাথে জড়িত ৩ চোরকে আটক করেছে পুলিশ। উপজেলার শিতলাইপাড়া গ্রামের মেহেরুল ইসলাম নামে এক ব্যক্তির মোটরসাইকেল চুরি হলে থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে দৌলতপুর থানা পুলিশ অভিযান চালিয়ে পলাশ হোসেন (২৭), হাসান (১৯) ও খলিলুর রহমান (৪৭) নামে ৩জন চোরকে আটক করা হয়।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৩ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে থানার পাশ্ববর্তী শিতলাইপাড়া গ্রামের মেহেরুল ইসলাম তার ব্যবহৃত লাল রঙের হিরো ডিলাক্স মোটরসাইকেলটি নিজ বাড়ির সামনে রেখে বাড়ির ভেতরে যান। রাত ৮টার দিকে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান মাটরসাইকেলটি সেখানে নেই।
প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানায়, ঘটনার সময় ওই এলাকায় ঘোরাফেরা করছিলেন পলাশ হোসেন, হাসান ও খলিলুর রহমান নামে ৩জন সন্দেহভাজন ব্যক্তি। ঘটনার পর পরই তাদেরকে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যেতে দেখেন মেহেরুল ইসলাম।
এ ঘটনায় ভুক্তভোগী মেহেরুল ইসলাম সন্দেহভাজন অভিযুক্ত ৩জনের বিরুদ্ধে দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে দৌলতপুর পুলিশ রবিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে।
এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলাইমান শেখ জানান, মোটরসাইকেল চুরির অভিযোগে ৩ জনকে আটক করে আজ সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ, গত এক বছরে দৌলতপুরের বিভিন্ন এলাকায় প্রায় ৩০টি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। উপজেলা পরিষদ চত্বর থেকে দৌলতপুর উপজেলা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলামের নতুন বাজাজ পালসার মোটরসাইকেলটিও চুরি হয়। এ ঘটনায় তরিকুল ইসলাম থানায় লিখিত অভিযোগ দিয়েও অদ্যাবধি তার চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করতে পারেনি পুলিশ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.