শারমিন সুলতানা, নরসিংদী প্রতিনিধি
জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার এস. এম. হায়াত উদ্দিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে নরসিংদীর পলাশে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) বিকাল ৪টায় পলাশ উপজেলা প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধনের আয়োজন করে পলাশ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
মানববন্ধনে পলাশ উপজেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। বক্তারা বলেন, “একজন পেশাদার সাংবাদিককে প্রকাশ্যে এভাবে হত্যা শুধু একজন মানুষের মৃত্যু নয়, এটি মুক্ত গণমাধ্যম ও স্বাধীন মত প্রকাশের ওপর সরাসরি আঘাত।”
এ সময় বক্তারা আরও বলেন, “সাংবাদিক হায়াত উদ্দিনের রক্ত যেন বৃথা না যায়। যারা এই নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।”
ভোরের চেতনা পত্রিকার জেলা প্রতিনিধি মো. কামাল হোসেন বলেন, “হায়াত উদ্দিনের মতো একজন সাহসী সাংবাদিককে এভাবে হত্যা প্রমাণ করে—সাংবাদিকরা আজও নিরাপদ নন। আমরা সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি, অপরাধীদের চিহ্নিত করে দ্রুত বিচার কার্যক্রম শুরু করতে হবে।”
বক্তারা আরও বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। অথচ বারবার তারা হামলা, মামলা, নির্যাতন ও হত্যার শিকার হচ্ছেন। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং পেশাগত সুরক্ষায় একটি পৃথক ‘সাংবাদিক সুরক্ষা আইন’ প্রণয়ন সময়ের দাবি হয়ে উঠেছে।
মানববন্ধন শেষে সাংবাদিক হায়াত উদ্দিনের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয় এবং তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.